বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

পার পেলেন না দেব-রুক্মিণী মৈত্র

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৬:১৭

কলকাতা বাংলা সিনেমার অভিনয়শিল্পী দেব ও রুক্মিণী মৈত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে আলাদা আলাদা টুইটে নিজেদের আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন টালিগঞ্জের এ তারকা জুটি।

কয়েকদিন ধরেই জ্বরে ভূগছিলেন রুক্মিণী; দিন দুয়েক আগে নমুনা পরীক্ষায় করোনাভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ এলেও বুধবার তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান এ অভিনেত্রী।

দেব ও রুক্মিণী মৈত্রের টুইটার পোস্ট। ছবি: সংগৃহীত

মঙ্গলবার রুক্মিণীর জ্বরের খবর গণমাধ্যমে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে; মঙ্গলবার মধ্যরাতে এক টুইটে সেই খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছিলেন এ চিত্রনায়ক।

বুধবার সকালে আরটি-পিসিআর পরীক্ষার জন্য নমুনা জমা দেওয়ার পর রাতে করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসার কথা জানান দেব। তিনি টুইটে জানান, আক্রান্ত হলেও তার করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই; বর্তমানে নিজের বাসায় আইসোলেশনে আছেন।

ইত্তেফাক/বিএএফ