বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জেমসের মামলায় অভিযোগ গঠন শুনানি ৩ ফেব্রুয়ারি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৯:২৬

সংগীতশিল্পী মহফুজ আনাম জেমসের করা মামলায় বাংলালিংক মোবাইল কোম্পানির চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল এ তথ্য জানান।

তিনি জানান, এদিন মামলাটি অভিযোগ গঠন শুনানি দিন ধার্য ছিল। এসময় চার আসামি আদালতে হাজির হন। তাদের আইনজীবী অব্যাহতির  আবেদন করেন। কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় বাদীপক্ষ অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। এরপর আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে আগামী ৩ ফেব্রুয়ারি অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন।

এর আগে, গত ১০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েসের আদালতে মামলাটি দায়ের করেন।

ইত্তেফাক/বিএএফ