ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিস্কে আসছে ভারতের বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মার স্পেশাল শো ‘আই অ্যাম নট ডান ইয়েট’। আগামী ২৮ জানুয়ারি থেকে এটির স্ট্রিম শুরু হবে। যার একটি একটি প্রোমো সম্প্রতি প্রকাশিত হয়েছে।
প্রমোতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে কথা বলছেন কপিল, সামনে লাল আলোয় ঘেরা। যত্রতত্র ছড়ানো গোল গোল টেবিলে বসে দর্শক।
কপিল জানিয়েছেন, একবার মদ্যপান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইট করে দিয়েছিলেন। সেই টুইটকে তিনি মদ্যপ বা ‘ড্রাঙ্ক’ টুইট বলতে চান।
সেই টুইট কাণ্ডের পর কপিল চলে যান মালদ্বীপে। সেখানে এমন একটি রুম তিনি ভাড়া নিয়েছিলেন, যাতে ইন্টারনেট সংযোগ। সেসময় ৯ লাখ রুপি খরচ হয়েছিল কপিলের। ওই রুমে ৮-৯ দিন ছিলেন কপিল। ওই হোটেলের এক কর্মী তাকে জিজ্ঞেস করেছিলেন, ‘আপনার কি বিয়ে হয়েছে?’ কপিল বলেছিলেন, ‘আমি কেবল টুইট করেছি।’
মজার ছলে লাইভে কপিল বলেছিলেন, মালদ্বীপের হোটেলে থাকা আমাকে ৯ লাখ টাকা খরচ করিয়েছিল মাত্র একটি টুইটের জন্য। এত টাকা আমি লেখাপড়া করতেও খরচ করিনি।