বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ও এর পরবর্তী অবস্থার বর্ণনা দিয়েছেন। ভারতের জনপ্রিয় বিনোদন ভিত্তিক পোর্টাল পিঙ্ক ভিলায় যা প্রকাশিত হয়েছে।
দীপিকা বলেন, আমার মতে লকডাউন খুব কঠিন একটি বিষয়। মানুষ আসলে বুঝে উঠতে পারছিলো না, কীভাবে তাদের জীবনকে এই মহামারির সঙ্গে মানিয়ে নেবে।
বলিউডের এই অভিনেত্রীও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন। তার সঙ্গে পরিবারের দুই সদস্যের দেহেও ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। সেই অভিজ্ঞতার বর্ণনায় দীপিকা বলেন, করোনার পর আমার জীবন পাল্টে গেছে। কারণ শারিরীকভাবে আমি পুরো অচেনা একটি সিস্টেমমে পড়ে গিয়েছিলাম।
তিনি বলেন, যেসব ওষুধ ও স্টেরয়েড আমাকে দেওায় হয়েছে তাতে দেহে অন্যরকম এক অনূভুতি তৈরি হয়েছে। মস্তিস্ক সাধারণভাবে কাজ করতোনা। যখন সংক্রমিত ছিলাম, তখন সবকিছু ঠিকই মনে হচ্ছিল। কিন্তু পরে দেখলাম ভাইরাসটি আমার ক্ষতিই করে গেছে। আমি ঠিকভাবে কিছু চিন্তা করতে পারছিলাম না। যার কারণে দুই মাস সবরকম কাজ থেকে দূরে ছিলাম। ওই সময়টা খুব খুব কঠিন ছিলো।
গত বছরের মে মাসে করোনায় আক্রান্ত হন বলিউডের এই অভিনেত্রী।