শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

এবারের বইমেলায় কুমার বিশ্বজিতের আত্মজীবনী

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২০:৪৫

প্রখ্যাত সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের জীবনের জানা-অজানা নানা কথা এবার আসছে বইয়ের পাতায়। চিরসবুজ এই গায়কের আত্মজীবনী প্রকাশ পেতে যাচ্ছে আসন্ন মহান একুশে বইমেলায়।
 
কুমার বিশ্বজিতের আত্মজীবনী লিখেছেন আরেক সংগীতশিল্পী ও প্রকাশক জয় শাহরিয়ার। এই কিংবদন্তি গায়ক চূড়ান্ত অনুমতি দেওয়ার পরই বইটির ছাপানোর কাজ শুরু হবে।

জানা যায়, বইটি বাজারে আনছে আজব প্রকাশ। ১৫ জানুয়ারি নাম ঘোষণা করে বইটির প্রি-অর্ডার কার্যক্রম শুরু হবে। ২৮ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এর মোড়ক উন্মোচন করা হবে।

ইত্তেফাক/বিএএফ