বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাজাখস্তান ইস্যু 

আলমাটিতে পুনরায় ইন্টারনেট সেবা চালু 

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৮:৩৩

কাজাখস্তানের বৃহত্তম আলমাটি শহরে সোমবার (১০ জানুয়ারি)  পুনরায় ইন্টারনেট সেবা চালু হয়েছে। ভয়াবহ সহিসংতার প্রেক্ষিতে পাঁচদিন ধরে বিদ্যুতবিহীন অবস্থায় ছিল শহরটি। 

সহিংসতায় বেশ কিছু লোক নিহত এবং দেশটির অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত আলমাটির ১৮ লাখ বাসিন্দা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটায়। কাজাখস্তানের সাবেক রাজধানী আলমাটি গত বুধবার থেকে পুরোপুরি অফলাইনে ছিল। তবে স্থানীয় ও বিদেশী ওয়েবসাইটগুলো সোমবার থেকে তাদের কার্যক্রম শুরু করেছে। 

এদিকে সাবেক সোভিয়েতভুক্ত কাজাখস্তানের স্বাধীন ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই সহিংসতার কারণে এক দিনের শোক ঘোষণা করা হয়েছে। কাজাখস্তানে প্রায় আট হাজার লোককে গ্রেফতার করা হয়েছে। মধ্য এশিয়ার এ দেশে চরম অস্থিরতা ছড়িয়ে পড়ার কয়েকদিন পর তাদেরকে গ্রেফতার করা হলো। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়।

এ প্রজাতন্ত্রের স্বাধীনতার ইতিহাসে চরম অস্থিরতা ছড়িয়ে পড়ার পর সাবেক সোভিয়েত  প্রজাতন্ত্র কাজাখস্তান সোমবার জাতীয়  শোক দিবস পালন করছে।

ইত্তেফাক/এএইচপি