শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শাহরুখের ‘মান্নাত’ উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার অভিযুক্ত 

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২৩:৫২

ভারতের মহারাষ্ট্র পুলিশ কন্ট্রোল রুমে গত ৬ জানুয়ারি এক ফোন কল আসে। তাতে হুমকিস্বরূপ বলা হয়, মুম্বাইয়ের বিভিন্ন বাড়ি উড়িয়ে দেওয়া হবে। সেই তালিকায় ছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের রাজকীয় প্রাসাদ মান্নাতও। 

দেশটির পুলিশ ইতোমধ্যে জানিয়েছে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

সিএসপি অলোক শর্মা বলেন, মহারাষ্ট্র পুলিশের কাছে একটি ফোন আসে তাতে বলা হয় সন্ত্রাসী হামলা চালানো হবে। জবলপুর থেকে আসে সেই ফোনকল। এরপর মহারাষ্ট্র পুলিশ আমাদের কাছে সাহায্য চায় ওই ব্যক্তিকে গ্রেফতারের। এরপর তাকে আমরা গ্রেফতার করি। 

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জীতেশ ঠাকুর নামে অভিযুক্ত আটক ব্যক্তিকে আপাতত মধ্যপ্রদেশ পুলিশের হেফাজতে রয়েছেন। এর পরে তাকে তুলে দেওয়া হবে মহারাষ্ট্র পুলিশের হাতে।

পুলিশের দাবি, মাতাল অবস্থাতেই ‘মান্নাত’-সহ মুম্বাইয়ের একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার ওই হুমকি-ফোন করেছিলেন জীতেশ। এর আগেও একাধিকবার এমন কাজ করেছেন ওই ব্যক্তি। 

জানা যায়, বিবাহিত জীবনে অশান্তির জেরেই নাকি এমন কাজ করেছেন জীতেশ। 

ইত্তেফাক/এসআর

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন