ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারের সেঞ্চুরির সেঞ্চুরির রেকর্ড যদি কেউ ছুঁতে পারেন তাহলে সেটা একমাত্র বিরাট কোহলি। কিন্তু তার রানের সে ধারা থেমেছে ২০১৯ সালে। বাংলাদেশের বিপক্ষে ওই বছরের নভেম্বরে করা ৭০তম শতকটাই হয়ে আছে তার শেষ। এরপর দিন আসে দিন যায়, ইনিংসের পর ইনিংস শেষ হয়, কিন্তু ভারতীয় এই ব্যাটারের অপেক্ষা যেন শেষ হয় না।
মনে হচ্ছিল আজ শেষ হয়েই যাবে সে অপেক্ষার পালাটা। কেপটাউনে দক্ষিণ আফ্রিকান বোলারদের তোপ সামলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু একের পর এক সঙ্গীর আসা যাওয়ার মিছিলে শতরান অধরাই থাকলো বিরাটের।
রাবাদার বলে আউট হয়েছেন সেঞ্চুরি থেকে ২১ রান দূরে। প্রায় আড়াই বছর দীর্ঘ সেঞ্চুরি খরাটা তাতে দীর্ঘায়িত হলো আরও। সফরকারীরা আউট হয়েছে ২২৩ রান তুলেই।