ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীত বয়ে চলেছে ঠাকুরগাঁওয়ে। সেই সঙ্গে ঝরছে মাঝারি ও গুড়ি গুড়ি বৃষ্টি।
বুধবার (১২ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলায় কুয়াশার সাথে বৃষ্টি ঝড়তে দেখা যায়। এমন অবস্থায় বেড়েছে ঠাণ্ডার প্রকোপ।
আবহাওয়ার পূর্বাভাসে গত ৯ জানুয়ারি রবিবারে জানানো হয়েছিল, ৯ জানুয়ারি থেকে পরের তিন দিনে দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছিল, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্র মতে, ঠাকুরগাঁওয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় শীতের তীব্রতা বাড়ছে।
এছাড়াও জেলায় আগামী ৩ দিন সর্বনিম্ন গড় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানানো হয়।
জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ অনেক বেশি। আর প্রশাসন মানুষের দ্বোরগোড়ায় শীতবস্ত্র পৌঁছানোর জন্য এই উদ্যোগ। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে এই শীতে অনেক অসহায় মানুষের কষ্ট লাঘব হবে।