শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিজ কর্মকর্তাদের হত্যা করলো ইসরায়েলি সেনা 

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭:২১

দুই ইসরায়েলি কর্মকর্তাকে হত্যা করেছে দেশটির এক নিরাপত্তা রক্ষী। গতকাল বুধবার অধিকৃত পশ্চিম তীরে ঘটেছে এই ঘটনা। 

ইসরায়েলি সেনার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিত তীরে এক সেনা ঘাঁটির কাছে ভুলবশত এক নিরাপত্তা রক্ষীর হাতে নিহত হন দুই ইসরায়েলি কর্মকর্তা। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী এই ঘটনাকে 'বন্ধুত্বপূর্ণ গোলাগুলি' বলে উল্লেখ করেছে। 

বিবৃতিতে আরো বলা হয়েছে, কর্মকর্তাদের ভুলভাবে শনাক্ত করা হয়েছে এবং ভুলবশত ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) গুলিতে নিহত হয়েছে। নিহতদের পরিবার তাদের পরিচয় নিশ্চত করেছেন। নিহতদের একজন মেজর অফেক আহারন (২৮), আরেকজন মেজর ইতামার ইলহারার (২৬)। 

কান পাব্লিক রেডিওতে দেশটির একজন মুখপাত্র বলেন, ফিলিস্তিনের হামলা কথা ভেবে ইউনিটের একজন সেনা কর্মকর্তাদের পদক্ষেপ ভুল বুঝেছিল, এর কারণে সে গুলি চালিয়েছে এবং দুই কর্মকর্তা নিহত হয়েছেন। আল জাজিরা 

ইত্তেফাক/এসআর