শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১০:৪০

টাঙ্গাই‌লে বঙ্গবন্ধু সেতুতে লাশবাহী প‌রিবহ‌নের সঙ্গে অজ্ঞাত পরিবহ‌নের সংঘ‌র্ষে একজন আহত হ‌য়ে‌ছেন। এ‌তে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের সেতুপূর্ব থেকে এ‌লেঙ্গা পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এছাড়া সেতু পূর্ব ও প‌শ্চিম মহাসড়‌কে যানজট ও দূর্ঘটনায় ক্ষ‌তিগ্রস্থ প‌রিবহন সরা‌তে টোল আদায় বন্ধ ছিল। 

আজ শুক্রবার (১৪ জানুয়া‌রি ) সকাল সা‌ড়ে ৬টার দি‌কে বঙ্গবন্ধু সেতুর ২৬ নম্বর পিলা‌রের কা‌ছে এই দুর্ঘটনা ঘ‌টে। 

এ‌দি‌কে, মহাসড়‌কে দীর্ঘ যানজ‌টের ফ‌লে ঢাকাগামী প‌রিবহনগু‌লো বিকল্প হি‌সে‌বে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে ভুঞাপুর-টাঙ্গ‌াইল আঞ্চ‌লিক সড়ক দি‌য়ে চলাচল কর‌ছে। 

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, ভোর থে‌কেই প‌শ্চিমপা‌ড়ে সিরাজগ‌ঞ্জের অং‌শে মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ ‌ছিল। এ‌তে ধীরগ‌তি‌তে চলাচল ক‌রে‌ছে যানবাহন। এছাড়া সকা‌লের দি‌কে সেতুর ২৬ নম্বর পিলা‌রের কা‌ছে ঢাকাগামী লাশবা‌হী অ‌্যাম্বু‌লেন্স‌কে ‌পেছন থে‌কে অজ্ঞাত আ‌রেক‌টি প‌রিবহন ধাক্কা দি‌লে চালক আহত হন। এ‌তে ঢাকাগামী লে‌নে যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে যায়। প‌রে সকাল ৭টা ৫মিনিট থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত সম‌য়ের জন‌্য সেতু‌তে টোল আদায় বন্ধ ছিল। প‌রে দূর্ঘটনায় ক্ষ‌তিগ্রস্থ প‌রিবহন‌টি স‌রি‌য়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। ততক্ষ‌ণে সেতু্র দুইপা‌শের মহাসড়‌কের যানজ‌টের সৃ‌ষ্টি হয়। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই ) শ‌রিফুল ইসলাম ব‌লেন, সকা‌লের দি‌কে সেতুতে দূর্ঘটনার ফ‌লে মহাসড়‌কের দুইপা‌শে যানজটের সৃ‌ষ্টি হয়। এছাড়া যানজ‌টের ফ‌লে মালবাহী ট্রাক চালকরা গা‌ড়ি বন্ধ ক‌রে ঘু‌মি‌য়ে প‌ড়ে। এ‌তেও যানজটের সৃ‌ষ্টি হয়। দূর্ঘটনায় ক্ষ‌তিগ্রস্থ লাশবাহী গা‌ড়ি‌টি স‌রি‌য়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। ত‌বে মহাসড়‌কে গা‌ড়ির চাপ র‌য়ে‌ছে।

ইত্তেফাক/কেকে