শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ওটিটিতে আজ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১০:৪৮

একান্নবর্তী :সিনেমাটি হইচইয়ে গতকাল মুক্তি পেয়েছে। সিনেমাটিতে নির্মাতা একটি যৌথ পরিবারের আলাদা হওয়া এবয় পরবর্তীতে মিলিত হওয়াকে নিখুঁতভাবে তুলে ধরেছেন।

হিউম্যান :ওয়েব সিরিজটি ডিজনি প্লাস হটস্টারে গতকাল অবমুক্ত করা হয়েছে। মানুষের শরীরে ভ্যাকসিন বা ওষুধ পরীক্ষার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। এতে অভিনয় করেছেন শেফালী শাহ, কীর্তি কুলহারি। বিপুল অম্র‚তলাল শাহ ও মোজেজ সিং পরিচালনা করেছেন সিরিজটি।

পুথাম পুধু কালাই ভিদিয়াধা :এই অ্যান্থলজি ফিল্মটিও গতকাল মুক্তি দিয়েছে আমাজন প্রাইম ভিডিও। আশা, ভালোবাসা আর মানবিকতার পাঁচ গল্প নিয়ে তামিল এই অ্যান্থলজি ছবি।

ইয়ে কালি কালি আঁখে :এই সিরিজটি নেটফ্লিক্সে অবমুক্ত করা হয়েছে গতকাল। ত্রিমুখী রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তাহির রাজ ভাসিন ও শ্বেতা ত্রিপাঠি, পরিচালনা করেছেন সিদ্ধার্থ সেনগুপ্ত।

ইত্তেফাক/ ইআ

এ সম্পর্কিত আরও পড়ুন