করোনা সংক্রমণ বৃদ্ধির মাঝেই মুক্তি পেল জানাতুল পিয়া অভিনীত নতুন সিনেমা ‘ছিটমহল’। দেশের ৫টি প্রেক্ষাগৃহে গতকাল সিনেমাটি মুক্তি পেয়েছে। রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস, চট্টগ্রামের সুগন্ধা, খুলনার শংখ, নারায়নগঞ্জের সিনে স্কোপ ও রাজবাড়ির বৈশাখীতে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
‘ছিটমহল’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য পরিচালনা করেছেন এইচ আর হাবিব। সিনেমাটিতে জান্নাতুল ফেরদৌস পিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, শিমুল খান, মীরাক্কেলের সজল, ডন হক, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথীসহ অনেকে।
ছিটমহল সিনেমাটিতে একটা সাবলীল জীবনের গল্প বলা হয়েছে। যা দর্শকদের মনে দাগ কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।