আজ রবিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম জেলার বাঁশখালী, নোয়াখালী জেলার নোয়াখালী, যশোর জেলার ঝিকরগাছা, নাটোর জেলার নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় নির্বাচন হচ্ছে।
এ নির্বাচনে তিনটি পদে ভোট নেওয়া হচ্ছে। পাঁচটি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৬ জন। এদের মধ্যে ১০ জন দলীয় প্রার্থী এবং ১৬ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
ভোটের পরিবেশ শান্ত রাখতে মাঠে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।