পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে তিনি কোনো ধরণের উপসর্গ ছাড়াই ভালো ও সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে সংসদ ভবনের সরকারি বাসভবনে বিশ্রামে রয়েছেন তিনি।
এদিকে, সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য শনিবার (১৫ জানুয়ারি) কোভিড পরীক্ষা করালে ওইদিন বিকেলে তার রিপোর্ট পজিটিভ আসে।
করোনায় আক্রান্তের বিষয়টি ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করে উপমন্ত্রী বলেন, করোনা আক্রান্ত হলেও আমি সুস্থ আছি। তবে কোনো ধরণের উপসর্গ এখন পর্যন্ত নেই। ডাক্তারের পরামর্শ নিয়ে আইসোলেশনে আছি। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।
উল্লেখ্য, করোনা মহামারির লকডউনকালীন সময় কর্মহীন হয়ে পরা মানুষের পাশে থেকে সাহস জাগানোর পাশাপাশি ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ এমন সেবা চালু করেন তিনি। এছাড়া তার নির্বাচনি এলাকাসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করায় ব্যাপক প্রশংসিত হন।