বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কখনোই মিথ্যা প্রতিশ্রুতি দেইনি: আইভী

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২১:৪০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নিবার্চনে নিজের বিজয়কে জনগণের উদ্দেশে উৎসর্গ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ শহরের মানুষের সঙ্গে সাধারণভাবে মিশেছি। কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেইনি।’ সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে শহরে তার নিজ বাসভবন চুনকা কুটিরে বসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

আইভী বলেন, ‘নাসিক নির্বাচনে এই জয় জনগণের, এই জয় শেখ হাসিনার। আমার নেত্রী আমার হাতে নৌকা তুলে দিয়েছিলেন। নেত্রীর এই বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণ আমাকে বিজয়ী করেছে।’ তিনি বলেন, ‘আমি মনে করি, ইভিএম ভোটিং স্লো না হলে ভোট কাস্টিং বেশি হতো। লক্ষাধিক বেশি ভোটে জয়ী হতাম। নারী ভোটাররা অনেকেই ভোট দিতে পারেননি। যে কারণে ভোট কম কাস্ট হয়েছে।’ 

সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

আগের দুই নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে কতটা চ্যালেঞ্জ ছিল, এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘আসলে প্রতিবারের নির্বাচনই ছিল চ্যালেঞ্জিং, এটাও তার ব্যতিক্রম না। এক একটার ধরন ছিল একেক রকম। নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা, সেখানে সব কিছুকে অতিক্রম করেই জয় পাওয়ায় মধ্যেই আমাদের সাফল্য। তবে আমার আজকের ও অতীতের সব জয়ের মূলে রয়েছে  জনগণের ভালোবাসা ও সমর্থন।’

সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে আইভী বলেন, ‘পাঁচ বছরের জন্য যে নারায়ণগঞ্জবাসী আমাকে আবারও সুযোগ করে দিয়েছে, তাদের সেবা করার জন্য। আমি কথা দিচ্ছি জীবনের শেষ দিন পর্যন্ত তাদের জন্য কাজ করে যাবো। এছাড়া  আমার দলের সভাপতি শেখ হাসিনা আমার ওপর যে ভরসা রেখেছিলেন, সেটা যে আমার জনগণ পূর্ণ করেছে, তার জন্যও আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

নির্বাচনে পরাজিত তৈমূর আলম খন্দকার প্রসঙ্গে  আইভী বলেন, ‘আমার কাকা (তৈমূর) আগেও আমাকে অনেক কথা বলেছে, সহযোগিতা করেছেন। তিনিও নারায়ণগঞ্জের মানুষ। তিনি আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। কাকাও বলেছেন জয়-পরাজয় যা হয় হবে। আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি নারায়ণগঞ্জের কল্যাণের কথা বলেছেন, আমিও বলেছি। তার পরিকল্পনার সঙ্গে অনেক কিছুই আমার মিল রয়েছে। আজকে আমার বিজয় হয়েছে। আমি নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ। আমি আমার দলের প্রতি কৃতজ্ঞ। আমি আমার সভাপতির প্রতি কৃতজ্ঞ।’

নগর গড়তে নারায়ণগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে সঙ্গে রাখবেন কি না, ‘এমন প্রশ্নে আইভী বলেন, যে কেউ আমার সঙ্গে উন্নয়নে অংশ নিতে পারেন। সবার কথাই আমি গ্রহণ করব। প্রত্যাশা অনেক বেশি। মানুষ যেই প্রত্যাশা রাখে সেগুলো পূরণ করব। আর চ্যালেঞ্জ থাকবেই, আগেও মোকাবিলা করেছি আগামীতেও করবো।’ 

উল্লেখ্য, রবিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে জয়ী হন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীক নিয়ে তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ৬৬২ ভোট। এর আগে ২০১১ সালের প্রথম নির্বাচনে ও ২০১৬ সালের দ্বিতীয় নির্বাচনেও আইভী মেয়র পদে জয়লাভ করেন।

ইত্তেফাক/এএএম