লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহকে টপকে ২০২১ সালের ‘দা বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারটি জিতে নিলেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোভস্কি। গতবারও পুরস্কারটি জিতেছিলেন লেভানদোভস্কি।
সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা্ করা হয়।
গত বছরের ২২ নভেম্বর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে ১১ জনের তালিকা প্রকাশ করেছিল ফিফা।
২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ অগাস্ট পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে সংস্থাটির একটি বিশেষজ্ঞ প্যানেল তালিকাটি তৈরি করেছিল। পরে গত ৭ জানুয়ারি ১১ জনের মধ্যে থেকে তালিকাটি তিন জনে নামিয়ে আনা হয়।