তাড়িয়ে দেওয়ায় ভারী হৃদয় নিয়ে অস্ট্রেলিয়া ছেড়েছেন। তবে পেশাদার খেলোয়াড় হিসেবে একটুকুও সংকোচ বোধ করলেন না। দেশে ফেরার পথে দুবাইয়ে ট্রানজিটে এক ভক্তের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় নোভাক জোকোভিচকে। নিষিদ্ধ থাকায় আগামী তিন বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সম্ভাবনা ক্ষীণ তার। করোনার টিকা না নিলে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনেও জোকোভিচের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। গতকাল এমনটাই জানিয়েছে ফ্রান্সের ক্রীড়া মন্ত্রণালয়।
গতকাল ফ্রান্সের সংসদে টিকা আইন পাশ হয়। রেস্টুরেন্ট, ক্যাফে, সিনেমা হল, ট্রেন ও মাঠে যেতে হলে সবাইকে টিকার সার্টিফিকেট থাকতে হবে। ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলা হয়, ‘নিয়মটা সোজা। টিকা পাশের আইন জারি করা হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি প্রত্যেকের জন্য প্রযোজ্য। ফ্রেঞ্চ ওপেন মে মাসে অনুষ্ঠিত হবে। এখনকার সময়ের থেকে তখনকার সময়ে পরিস্থিতি পরিবর্তনও হতে পারে। আশা করি তা আমাদের অনুকূলে থাকবে। তাই আমরা বিষয়টি দেখব তবে আইনের ব্যাপারে কোনো ছাড় দেব না।’