দলের বহু লড়াই, সংগ্রামে সারথি তারা। ক্রাইসিস ম্যানেজার হিসেবেও পরিচিত নেতাকর্মীদের কাছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার বিজয়ে আবারও নিজেদের প্রমাণ করলেন। বাবারের মতো তাদের সাংগঠনিক দক্ষতা, যোগ্যতা আর শতভাগ আন্তরিকতা এখানেই প্রমাণিত।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয়ের মধ্যে দিয়ে স্বস্তি ফিরেছে ক্ষমতাসীন আওয়ামী লীগে। নিজ দলের অভ্যন্তরে দ্বন্দ্ব নিরসনের মধ্যে দিয়ে এ বিজয় উপহার দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ৬ নেতা। তারা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
নৌকার বিজয় নিশ্চিত করতে তাদের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে ভোটের মাঠে সুফল পেয়েছেন দলটির মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। আওয়ামী লীগের নেতারা বলছেন, নৌকা উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক, গণতন্ত্রের প্রতীক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয়ের মধ্যে দিয়ে অশুভ রাজনৈতিক শক্তির পরাজয় হয়েছে।
এদিকে আইভীর বিজয়ে স্বস্তি ফিরেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মাঝে। তারা বলছেন, নৌকা উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক, গণতন্ত্রের প্রতীক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয়ের মধ্যে দিয়ে অশুভ রাজনৈতিক শক্তির পরাজয় হয়েছে। এ দেশের মানুষ অশুভ রাজনৈতিক শক্তি পছন্দ করে না। সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জবাসী ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট প্রয়োগের মধ্যে দিয়ে শুভ রাজনৈতিক শক্তির বিজয় নিশ্চিত করেছে। আইভীর বিজয়ের মধ্যে দিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তার হাত ধরে নারায়ণগঞ্জবাসী উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাবে। তারা আরও মনে করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। নৌকায় ভোট চেয়েছেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছেন। দলের অভ্যন্তরে সৃষ্ট দ্বন্দ্ব, কোন্দল, বিভক্তি-বিভাজনের রাজনীতি নিরসন করেছেন। ফলে ভোটের মাঠে নৌকা বিপুল ভোটে বিজয়ী হয়েছে।এই বিজয়ের মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের নেতারা।