শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকের মেয়াদ ২ বছর বাড়লো

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০১:৪১

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) বর্তমান পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনকে একই প্রতিষ্ঠানের পরিচালক ও অধ্যাপক (কার্ডিওলজি) হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। 

বুধবার (১৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। গতকালই তার ৫৯ বছর পূর্ণ হওয়ায় শেষ কার্যদিবস ছিল। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তার অবসর-উত্তর ছুটি এবং আনুষঙ্গিক সুবিধাদি এ নিয়োগের ফলে স্থগিত থাকবে। বিশিষ্ট ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীন একজন খ্যাতিমান হৃদরোগ চিকিৎসক। হৃদরোগ চিকিৎসায় তার দীর্ঘ বছরের অভিজ্ঞতা রয়েছে। হৃদরোগ চিকিৎসায় দেশে নতুন নতুন প্রযুক্তির প্রয়োগে তিনি বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন|

ইত্তেফাক/এমএএম