বয়স ৩৫-এর কোটা পেরিয়ে গেছে। ক্যারিয়ারে ইনজুরি বাধ সেধেছে অনেকবার। কিন্তু প্রত্যেকবারই মনে হয় আগের থেকে আরও বেশি ফিট হয়ে ফিরেছেন তিনি। ফিটনেস এত ভালো রাখার পেছনে রহস্য কী? রাফায়েল নাদাল দিলেন মজাদার এক উত্তর।
জিম নয়, বরং গলফ খেলেই নিজেকে ফিট রাখেন এই স্প্যানিশ টেনিস তারকা। গতকাল বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে জার্মানির ইয়ানিক হাফম্যানকে ৬-২, ৬-৩, ৬-৪ গেমে হারানোর পর নাদাল বলেন, ‘ফিটনেস ঠিক রাখার জন্য আমি গলফ খেলি এবং এটাই সত্যি। আমি কখনো জিমে যাওয়ার লোক ছিলাম না।’
রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ না থাকায় এবারের টুর্নামেন্টে নাদালের ওপরই চোখ থাকছে অনেকের। এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।
পুরুষ এককে টুর্নামেন্টের তৃতীয় দিনে কোনো অঘটন ঘটেনি। প্রত্যাশিত জয়ই পেয়েছেন দুই নম্বর বাছাই জার্মানির আলেক্সান্ডার জভেরফ। নারী এককেও দাপুটে জয় তুলে নিয়েছেন ফেভারিটরা। মেডিসন ব্রেঙ্গলকে ৬-০, ৬-৪ সেটে হারিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন ন্যাওমি ওসাকা। ইতালির লুসিয়া ব্রোঞ্জেট্টিকে ৬-১, ৬-১ সেটে উড়িয়ে দিয়েছেন শীর্ষ বাছাই অ্যাশলি বার্টি।