শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ওটিটি’র সমান্তরালে সিনেমার বড়পর্দায়

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১২:৪৯

এখন বিনোদন জগতে চলছে ওটিটির দাপট। আর ওটিটির পর্দায় একের পর এক চমক নিয়ে আবির্ভূত হচ্ছেন অভিনেত্রী কীর্তি কুলহারি। তাকে বিভিন্ন ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্মে সব সময় দাপুটে চরিত্রে দুর্দান্ত অভিনয় করতে দেখা যায়। হালে ডিজনি হটস্টারের নতুন ওয়েব সিরিজ ‘হিউম্যান’-এ শক্তিশালী চরিত্রে আবার দেখা গেল তাকে। এর আগে, কীর্তি কুলহারি তার অভিনীত বিভিন্ন ওয়েব সিরিজে প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হয়েছেন নিজের অভিনয় গুণে। নতুন বছরে নিজের ক্যারিয়ার নিয়ে নতুন নতুন পরিকল্পনা সাজিয়েছেন কীর্তি। নিজেকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে তুলে ধরতে চান সুন্দরী মেধাবী এই অভিনেত্রী। 

কীর্তি কুলহারি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জীবনে কীভাবে সুন্দর করে বাঁচতে হয় তা আমি এর মধ্যেই জেনে গেছি। সমাজের প্রচলিত বেশ কিছু পুরানো ধ্যান-ধারণা, চিন্তাভাবনা থেকে বের হয়ে আসতে শিখেছি। ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চাই। আমার সামনে নতুন নতুন ঝামেলা এসে বাধা সৃষ্টি করবে জানি।’ কীর্তি কুলহারি নতুন বছরে অভিনয়ের পাশাপাশি নিজের অ্যাডভেঞ্চারাস জীবনটা উপভোগ করতে চান। এমনিতে দামি এক্সক্লুসিভ মোটরবাইক নিয়ে দূরে কোথাও বেড়াতে বেরিয়ে পড়েন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘ইতোমধ্যে খুব কম সময়ের ব্যবধানে আমি অনেকগুলো ওয়েব সিরিজে অভিনয় করে ফেলেছি। এ বছরটাতে গ্যাপ দিতে চাই ওয়েব সিরিজে। এখন আমি বেশ কয়েকটি সিনেমায় কাজ করতে চাই। কারণ বড়পর্দায় আমার যথেষ্ট চাহিদা রয়েছে। ওখানে নিজেকে আরো ভালোভাবে মেলে ধরতে চাই।’ পাঁচ বছর আগে আজকের মতো সময় এতোটা অনুকুলে ছিলনা তার। তখন রীতিমতো লড়াই করতে হয়েছে। অনেক পরিশ্রম করে সাফল্য হাতের মুঠোয় বন্দি করেছেন। সময়কে নিজের অনুকূলে আনতে অনেক পরিশ্রম করেছেন। শত ত্যাগ স্বীকার করেছেন। কীর্তি এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও শুরু করেছেন। সম্প্রতি নিজের প্রযোজিত সিনেমা ‘নায়িকা’র নাম ঘোষণা করেছেন। ডার্ক কমেডি থ্রিলার ধাঁচের ছবিটিতে প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন নিজেই। একজন উঠতি অভিনেত্রীর ভুলক্রমে হঠাত্ বড় একটি অপরাধে জড়িয়ে পড়ার গল্প নিয়ে ‘নায়িকা’ ছবিটি নির্মাণ করা হচ্ছে।

কীর্তি কুলহারি সাংবাদিকতা ও গণসংযোগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০০২ সালে চলচ্চিত্র ধারিনির মাধ্যমে বড়পর্দায় অভিনয়ে পা রাখেন। ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী ‘খিঁচড়ি :দ্য মুভি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষিক্ত হন ২০১০ সালে।

এরপর তাকে ‘শয়তান’, ‘সুপার সে ওপার’, ‘জাল’, ‘পিঙ্ক’, ‘ইন্দু সরকার’, ‘ব্ল্যাকমেইল’, ‘মিশন মঙ্গল’, ‘উরি :দ্য সার্জিক্যাল স্টাইক’, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ও ‘সাধিস্তান’ ছবিতে দেখা গেছে। ওটিটিতে ‘ফোর মোর শটস প্লিজ’, ‘বার্ড অব ব্লাড’, ‘ক্রিমিনাল জাস্টিস :বিহাইন্ড ক্লোজড ডোরস’ এবং ‘হিউম্যান’ ওয়েব সিরিজগুলোতে তিনি দুর্দান্ত অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। অভিনয়ে মেধার স্বাক্ষর রাখায় এ পর্যন্ত বেশ কয়েকটি পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন কীর্তি। এছাড়া মনোনয়ন পেয়েছেন আরও বেশ কিছু প্রেস্টিজিয়াস পুরস্কারে।

কীর্তি কুলহারি মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে উঠেছেন। তার পরিবার রাজস্হানের ঝুনঝুনু জেলা থেকে মুম্বাইয়ে এসেছে। মঞ্চ ও টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয়ের মধ্য দিয়ে তার পেশাজীবন শুরু করেন তিনি। কুলহারিকে বহু টেলিভিশন বিজ্ঞাপনে দেখা গেছে।

তাকে এবার কে কে মেননের বিপরীতে পিরিয়ড থ্রিলার ‘স্যান ৭৫ পঁচাত্তর’ ছবিতে দেখা যাবে। এ ছবিতে ১৯৭৫ সালের (ভারতে তখন জরুরি অবস্হা ঘোষণা করা হয়েছিল) একটি গল্প এবং ভারতে প্রথম মোবাইল ফোন কীভাবে এসেছিল তা বর্ণনা করা হয়েছে। ২০১৫ সালে ছবিটির দৃশ্যধারণ করা হলেও এখনো মুক্তির অপেক্ষায়।

ইত্তেফাক/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন