শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টানা চার ম্যাচে ভারতের পরাজয়, ওয়ানডে সিরিজও জিতে নিলো দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২৩:২০

দক্ষিণ আফ্রিকায় গিয়ে কেবল প্রথম টেস্ট ম্যাচটি জিতেছিল ভারত। এরপর টানা দুই টেস্টে হেরে সিরিজ হারে সফরকারীরা। এবার ফরম্যাট বদলালেও বদলায়নি ভারতের ভাগ্য। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

এদিন, টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে রিশাভ পান্টের ৮৫ ও অধিনায়ক লোকেশ রাহুলের ৫৫ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় সফরকারীরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট ও ১১ বল হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। এর মধ্য দিয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় নিয়ে ওয়ানডে সিরিজও নিজেদের করে নিলো প্রোটিয়া শিবির।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেছেন ওপেনার জানেমান মালান। অপর ওপেনার কুইন্টন ডি কক করেন ৭৮ রান। আর তাদের দুজনের ওপেনিং জুটি থেকে এসেছে ১৩২ রান। মূলত এখানেই ম্যাচ হরে যায় ভারত। এরপর বাকি কাজ সারেন অধিনায়ক টেম্বা ভুবামা ৩৫ এবং দুই অপরাজিত ব্যাটার মার্করাম ৩৭ ও রাসি ভ্যান ডার ডুসেন ৩৭ রান করেন। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন কুইন্টন ডি কক।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/টিএ/এএইচপি