শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাপ-দাদার ব্যবসা আছে, সেটা দিয়েই চলে: ডিপজল (ভিডিও)

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০০:২৯

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে সহ-সভাপতি নির্বাচন করবেন মনোয়ার হোসেন ডিপজল। বর্তমান কমিটিতেও এ পদে তিনি দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার নির্বাচনি প্রচারণা উপলক্ষ্য এফডিসিতে সাংবাদিকদের মুখোমুখি হোন এই অভিনেতা।

এসময় ডিপজল বলেন, ছবি না বানালে ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হবে, এটা সত্য। ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ না হোক সেটা আমি চাই। কারণ এই কাজটাই আমরা শিখেছি। ব্যবসা-বাণিজ্য শিখিনি। বাপ-দাদার অনেক ব্যবসা বাণিজ্য আছে। সেটা দিয়ে চলে। কিন্তু ফিল্মের টাকার জন্য ফিল্ম করি না। ফিল্ম ভালোবাসি। সেই ভালোবাসাটুকু ধরে রাখার জন্যই এখানে আসা। এবং যতদিন বেঁচে থাকবো ফিল্মের সঙ্গেই থাকবো।

মনোয়ার হোসেন ডিপজল। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, আমরা নির্বাচন করছি একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে শুধু শিল্পী সমিতি না পুরো ফিল্ম ইন্ডাষ্ট্রিই এখন বন্ধ হয়ে যাওয়ার উপায়। এটাকে কিভাবে উন্নয়ন করা যায় এই জন্যই নির্বাচন করছি আমরা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকবেন বিএইচ নিশান ও বজলুর রশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান।

 

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন