বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত নেই

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৭:০৮

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ও নতুন করে আক্রান্তের সংখ্যা শূন্য। শনিবার (২২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে আটজন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত পয়লা জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১১৬ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ৯৭ জন।

ইত্তেফাক/এমএএম