বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এক নারী অ্যাকটিভিস্ট, তার দুই বোন ও আরও এক অ্যাকটিভিস্টকে তাদের বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে। সম্প্রতি কাবুলে বিক্ষোভের জেরে তালেবান তাদের বন্দি করে রেখেছে বলে সন্দেহ বাড়ছে।
শাফি কারিমি নামে এক ফ্রিল্যান্স সাংবাদিক বলেন, তামানা পারিয়ানি ও তার দুই বোন গত বুধবার রাত থেকে নিখোঁজ।
কারিমি আরও বলেন, তামানার বাবা গত বৃহস্পতিবার তালেবানদের অফিসে যায় মেয়ের খোঁজে। কিন্তু তিনি কোনো ক্লু খুঁজে পান নি।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, যে কোনো নারীকে গ্রেফতারের দায় অস্বীকার করেছে তালেবান। তবে অ্যাকটিভিস্টরা সন্দেহ করছেন, আগের তুলনায় এখন বেশি বন্দি করছে তালেবান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী অধিকার কর্মী এবং পারিয়ানির বন্ধু ভয়েস অফ আমেরিকাকে টেলিফোনে বলেন, আমাদের কাছে খবর আছে তালেবান আরও অভিযান চালাবে।
পারিয়ানির বন্ধু আরও বলেন, অ্যাকটিভিস্টরা তাদের বাড়িতে আর নিরাপদে নেই। আমরা আমাদের বাড়ি এবং নম্বর পাল্টে ফেলছি।