বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যাত্রীর মাস্ক কাণ্ডে ফিরে এলো বিমান 

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৮:১৬

এক নারী যাত্রীর মাস্ক কাণ্ডের কারণে মাঝ আকাশ থেকে গন্তব্যে না পৌঁছাতেই ফিরে এসেছে এক বিমান। এই ঘটনা যুক্তরাষ্ট্রের। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ৪০ বছরের বেশি এক নারী যাত্রী যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে লন্ডনগামী বিমানে উঠেছিলেন। বিমানটি যাত্রা শুরু করে ১২৯ যাত্রী নিয়ে। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু যাত্রা পথে বিমান যখন মাঝ আকাশে তখন ওই যাত্রী মাস্ক খুলে ফেলেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের কর্মীরা ওই নারীকে মাস্ক পরার জন্য বারবার বোঝাচ্ছিলেন। এ নিয়ে চলে বাগ্‌বিতণ্ডাও। কিন্তু ওই যাত্রী মাস্ক পরবেন না। এতে বিমান ঘুরিয়ে আবার আমেরিকায় ফেরত নেন পাইলট।

এই ঘটনায় ওই নারীকে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকান এয়ারলাইনস। 

এ নিয়ে এয়ারলাইনের মুখপাত্র লরা মাসভিদাল বিবৃতিতে জানান, একজন যাত্রী মাস্ক পরার নিয়ম অমান্য করায় বিমানটিকে মিয়ামিতে ফিরে আসতে হয়েছে। 

স্টিফ ফ্রিম্যান নামের এক ব্যক্তি ওই যাত্রীর সামনের আসনে বসেছিলেন। তিনি জানান, বিমানে বসেই প্রচুর মদ খাচ্ছিলেন ওই যাত্রী। তাকে একাধিক মাস্ক দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা পরতে নারাজ। বিবিসি 

ইত্তেফাক/এসআর