বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় পতন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৮:০০

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৩ জানুয়ারি)  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের  বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৬৯ পয়েন্ট কমে ৭ হাজার ৭৩.০০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ০.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৮.০৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬২৯.৪৪ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া ৩৭৮ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১০২টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত আছে ২৮টির। 

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৬৮.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৪৩৬.৪৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ১১৫.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৭০২.১৩ পয়েন্টে এবং সিএসআই সূচক ৫.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৩.৮৭ পয়েন্টে। সিএসইতে ৩০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত আছে ৩০টির। 

ইত্তেফাক/ইউবি