করোনা আক্রান্ত অভিনেতা তুষার খানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রথমদিকে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টসহ বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে তার।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা আহসান হাবীব নাসিম। তিনি বলেন, ‘তুষার ভাই গত ৪-৫ দিন ধরে অসুস্থ বোধ করছিলেন। অবস্থা খানিকটা বেগতিক হওয়ায় গতকাল রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওনাকে। তুষার ভাইয়ের ফুসফুস সংক্রমিত হয়েছে। কাঁশি আছে, কথা বলতেও সমস্যা হচ্ছে।
চিকিৎসকদের সূত্রে জানতে পেরেছি, ভাইয়ের ফুসফুস প্রায় ৬০ ভাগ এফেকটেড। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।’
এদিকে অভিনেতা রওনক হাসান জানান, তুষার খানকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
এ নিয়ে জানতে চাইলে নাসিম বলেন, ‘শুনেছিলাম শারীরিক অবস্থা খারাপ হলে আইসিইউতে নেওয়ার প্রয়োজন হতে পারে। কিন্তু এখন আইসিইউতে নেওয়া হয়েছে কি-না, সেটা বলতে পারছি না।’