কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় র্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে র্যাব-১৫'র হাতে গ্রেফতার হয়েছে সুমন মুন্সি নামের ভুয়া র্যাব সদস্য। রবিবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে সোমবার (২৪ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
গ্রেফতার সুমন মুন্সি (৩০) গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাজপাট ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের আকবর আলী মুন্সির ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, উখিয়া বালুখালীতে বিভিন্ন দোকানে র্যাবের ভুয়া আইডি কার্ড ও জ্যাকেট ব্যাবহার করে চাঁদাবাজি করে আসছে সুমন মুন্সি নামের এক ব্যাক্তি। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টিম উক্ত স্থানে পৌঁছালে পালিয়ে যেতে চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি চালিয়ে একটি র্যাবের ভুয়া আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ ও চাঁদাবাজি করে আদায়কৃত একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের রিং এবং নগদ ৪ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে গ্রেফতার সুমন জানায়, তিনি চাকরিচ্যুত সাবেক সেনা সদস্য এবং দীর্ঘদিন যাবত র্যাব পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে অর্থ ও নানাকিছু আদায় করে আসছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।