শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দর হারানোর শীর্ষে একমি পেস্টিসাইডস

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২০:০৮

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭০টির বা ৭১ দশমিক ০৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস রবিবার একমি পেস্টিসাইডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১ দশমিক ৪০ টাকা। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৯ দশমিক ১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৩০ টাকা বা ৭ দশমিক ৩২ শতাংশ কমেছে। এর মাধ্যমে একমি পেস্টিসাইডস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

সোমবার ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে যমুনা অয়েলের ৭ দশমিক ২১ শতাংশ, গোল্ডেন সনের ৭ দশমিক ১০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৬ দশমিক ৪৩ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬ দশমিক ০৩ শতাংশ, জিবিবি পাওয়ারের ৬ দশমিক ০২ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৫ দশমিক ৮৫ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৫ দশমিক ৮৩ শতাংশ, মিথুন নিটিংয়ের ৫ দশমিক ০৭ শতাংশ এবং কাশেম ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৪ দশমিক ৭৭ শতাংশ কমেছে।

ইত্তেফাক/ইউবি