শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে বিডি থাই ফুড

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২০:২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭১টির বা ১৮ দশমিক ৬৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। লেনদেনের প্রথম দিনই বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে উঠে আসে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিডি থাই ফুডের অভিহিত মূল্য ১০ টাকা। প্রথম দিন কোম্পানিটির শেয়ারদর ১ টাকা বা ১০ শতাংশ বেড়ে ১১ টাকায় দাঁড়ায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইনসিওরেন্সের ৯ দশমিক ৬৫ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৮ দশমিক ৭৩ শতাংশ, ন্যাশনাল টির ৭ দশমিক ৪৯ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৬ দশমিক ৯২ শতাংশ, আরামিটের ৬ দশমিক ৫৫ শতাংশ, স্যোসাল ইসলামী ব্যাংকের ৬ দশমিক ৫৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫ দশমিক ৯১ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫ দশমিক ৮৯ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ৪ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে।

 

ইত্তেফাক/ইউবি