দেশের ক্রিকেট পাড়ায় এখন বড় প্রশ্ন, তামিম ইকবাল কি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরবেন? না কি ক্রিকেটের ছোট এই ফরম্যাটে জাতীয় দলের জার্সিতে তাকে আর দেখা যাবে না? সেই উত্তর হয়তো দুই-একদিনের মধ্যেই জানা যাবে। কারণ, দেশসেরা এই ওপেনারকে তার আগের সিদ্ধান্ত পুনরায় ভেবে দেখার জন্য দুই দিনের সময় দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইস্যুটি নিয়ে তামিমের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি। সেখানে তিনি ওয়ানডে অধিনায়ককে বলেছেন, যেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে তারপরই এই ফরম্যাট থেকে অবসর নেয়। তবে তামিম এখনো নিজের সিদ্ধান্ত জানাননি।
জানা গেছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। তার মন গলানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন জাতীয় দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
মঙ্গলবার বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘তামিম নিজেই এ ফরম্যাট নিয়ে নিজের পরিকল্পনা জানাবেন। তিনি বলেন, ‘তামিমের নিজস্ব একটা প্ল্যান আছে, ও সেভাবেই এগুতে চাচ্ছে। কাজেই এ বিষয়ে আমরা এখনই কিছু বলতে পারছি না।’