শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শৃঙ্খলার ব্যাপারে এক বিন্দু ছাড় দেবেন না ফুটবলের নতুন কোচ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৭:০০

জাতীয় ফুটবল দলের নতুন নিয়োগ পাওয়া স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রথমে আবাহনী ক্লাবে গিয়েছিলেন। পরে গেলেন উত্তর বারিধারা ক্লাবে। এবার গেলেন সাইফ স্পোর্টিং ক্লাবে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সাইফ স্পোর্টিং ক্লাবে যাবেন বলে ক্লাব কর্তারাও হ্যাভিয়েরকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিয়ে রেখেছিল। এই দলেই রয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়া। দুজনের দেখায় অন্যরকম আনন্দের ঢেউ খেলে যায়। কোচকে কাজ করতে হলে অধিনায়ককে নিতে হবে তার কাছ থেকে ও জানতে হবে জাতীয় দলের হাল হকিকত। একজন আরেকজনকে জড়িয়ে ধরেছেন। আর কোচকে বরণ করে নেওয়ার জন্য সাইফ স্পোর্টিংয়ের আয়োজনের কমতি ছিল না।

ক্যাবরেরা বললেন, ‘এখানে আসতে পেরে আমি আনন্দিত। দেখলাম যে সাইফ ক্লাবটি খুবই গোছালো এবং অবকাঠামো দিক দিয়েও উন্নত। ক্লাবটির টেকনিক্যাল টিমও ভালো। অনুশীলন দেখলাম। খেলোয়াড়রা বেশ ভালোই অনুশীলন করছে এবং তারা খুবই পরিশ্রমী।’

অধিনায়ক জামালের সঙ্গে কথা বললেন কোচ। কি কথা হলো দুজনের মধ্যে? ক্যাবরেরা বললেন, ‘সে খুব ভালো প্লেয়ার। বুঝলাম এই দলটির প্রাণ ভোমরা সে। সামনে জাতীয় দলের পারফরম্যান্স উন্নত করতে তাকেও (জামাল) গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দল, ফাইল ছবি (বাফুফে)

কয়েকটি ক্লাব তো পরিদর্শন করলেন। খেলোয়াড়দের মান কেমন মনে হয়েছে? ক্যাবরেরা বলেন, ‘খেলোয়াড়দের দেখে আমি মুগ্ধ। বিশেষ করে তাদের টেকনিক্যাল সক্ষমতা, প্রগাড়তায় আমি মুগ্ধ। আশা করি এসবের ভেতর দিয়ে ভালো একটা জাতীয় দল গড়তে পারবো।’

কোচের সঙ্গে কী কথা হলো এমন প্রশ্নে জামাল বললেন, ‘ওর সঙ্গে আগেও আমার একটা মিটিং হয়েছে। ওর আইডিয়া শুনেছি। ও কী চায় সেটা বোঝার চেষ্টা করেছি। ওর ভিশনটা কি এবং সামনে ও কীভাবে কাজ করবে, সেসব নিয়েই মূলত কথা হয়েছে।’

আগের কোচ জেমি ছিলেন ইংলিশ, ক্যাবরেরা স্প্যানিশ। নতুন কোচের সঙ্গে কাজ করতে কোনো ধরনের অসুবিধা হবে কি না, এমন প্রশ্নে জামালের জবাব, ‘স্প্যানিশ কোচরা ইংলিশদের চেয়ে কিছুটা ব্যতিক্রম হয়ে থাকেন। ওরা পায়ে বেশিক্ষণ বল রাখতে চায়। বল পজিশন নিজেদের অধীনে রেখে খেলতে চায়। বল পজিশন এবং গোল স্কোরিংটাই মূলকথা। এখানে আমাদের ঘাটতি রয়েছে আমরা গোল পাই না।’ আমাদের তো গোল স্কোরিংয়ে সমস্যা। এটা নিয়ে কি কোচের সঙ্গে কথা হয়েছে কি না। জামাল বললেন, ‘এ বিষয় নিয়ে টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে ইতোমধ্যে কোচের কথা হয়েছে। কোচ আমাদের গাইড করবেন। সব ক্লাবের সঙ্গে আলাপ করবেন।’

বাংলাদেশের সাবেক কোচ টম সেইন্টফিটের অধীনে গাম্বিয়া আফ্রিকান নেশনস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। এই কোচের অধীনে বাংলাদেশ পূর্বে খেলেছে। কিন্তু বাংলাদেশ সাফল্য পায়নি। অথচ গাম্বিয়া পেয়েছে। এটা কেন? জামাল বলেন, ‘আসলে সব দলই কিন্তু সমান না। টমের সঙ্গে আমি কাজ করিনি। তাই তার সম্পর্কে পুরোটা বলতে পারবো না।’ 

ক্যাবরেরা বলেছেন, তিনি শৃঙ্খলার ব্যাপারে কোনো ছাড় দেবেন না। এবং যারা পরিস্থিতির দাবি মিটিয়ে খেলতে পারবে তাদেরই দলে নেবেন।

ইত্তেফাক/টিএ