ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে দায়েরকৃত অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্ত যত দ্রুত সম্ভব অথবা ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ বুধবার (২৬ জানুয়ারি) এই আদেশ দেয়। আদালতে রাজীবের পক্ষে আইনজীবী শিউলি খানম, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও দুদকের পক্ষে শাহীন আহমেদ উপস্থিত ছিলেন।
আমিন উদ্দিন মানিক বলেন, রাজীবের আইনজীবী আদালতে জানিয়েছেন, তারা এ জামিন আবেদনটি আর চালাতে চান না। এরপর আদালত নন প্রসিকিউশন করে তদন্ত যত দ্রুত সম্ভব বা ছয় মাসের মধ্যে শেষ করতে দুদককে নির্দেশ দিয়েছে। ক্যাসিনোকাণ্ডের হোতাদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২০১৯ সালের ১৯ অক্টোবর রাজীবকে গ্রেফতার করে র্যাব। পরে ২৬ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক।