শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা আক্রান্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৪:২৬

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জয়শঙ্কর তার করোনায় সংক্রমিত হওয়ার তথ্যটি জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক টুইটে জয়শঙ্কর বলেন, যারা আমার সংস্পর্শে এসেছেন  তাদের সবাইকে করোনা-সংক্রান্ত প্রয়োজনীয় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার সকালে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভেস লে ড্রিয়ানের সঙ্গে এক ভার্চ্যুয়াল আলোচনায় অংশ নিয়েছিলেন জয়শঙ্কর।

জয়শঙ্করের আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং করোনায় সংক্রমিত হয়েছিলেন।

করোনার সংক্রমণ বাড়ছে ভারতে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৫১ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার পাওয়া গেছে ১৫ দশমিক ৮৮। একই সময় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৬২৭ জনের।

ইত্তেফাক/টিআর