শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদাল, ইতিহাসের হাতছানি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৪:৫৩

চলমান অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককের ফাইনালে পৌঁছে গেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত সেমিফাইনালে ইতালির মাত্তিও বেরেত্তিনিকে ৬-৩ ৬-২ ৩-৬ ৬-৩ সেটে পরাজিত করেছেন টেনিসের এই কিংবদন্তি।

আগামী রবিবার (৩০ জানুয়ারি) ফাইনালে জিততে পারলেই ইতিহাসের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ২১ বার গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়বেন নাদাল। বর্তমানে সর্বোচ্চ ২০ বার করে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড আছে নোভাক জোকোভিচ, রজার ফেদেরার ও নাদালের।

করোনার কারণে ভিসা জটিলতায় এবার খেলতে পারেননি জোকোভিচ। অন্যদিকে, দীর্ঘদিন ধরেই ইনজুরিতে রজার ফেদেরার। তাই এখন ৩৫ বছর বয়সী নাদালের সামনে সুযোগ সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়ার।

সেমিতে জিতে রাফায়েল নাদাল বলেন, ‘আমার কাছে এটা অস্ট্রেলিয়ান ওপেনের চেয়েও বেশি কিছু, এটা একটা আশ্চর্যজনক ঘটনা।’

এ নিয়ে ৬ষ্ঠ বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদাল। কেবল ২০০৯ সালে তিনি জিতেছিলেন। এরপর ২০১২ সালে হারেন জোকোভিচের কাছে এবং ২০১৭ সালে রজারের কাছে। এবার সেই খরা কাটাতে চান স্প্যানিশ তারকা।

ইত্তেফাক/টিএ

এ সম্পর্কিত আরও পড়ুন