সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘আমি ওটিটির কাজের জন্য প্রস্তুত’

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১২:০৯

দক্ষিণী সিনেমার তারকা অভিনেত্রী রাকুলপ্রীত সিং সম্প্রতি বলিউডেও সমান জনপ্রিয় হয়ে উঠেছেন। শুধু তাই নয়, দক্ষিণী স্টার প্রভাস, রাম চরণ, জুনিয়র এনটিআর, আল্লু অজুনসহ একাধিক বলিউড স্টারের সঙ্গে কাজ করে ভারতীয় সিনেমাবোদ্ধা ও দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি। 

কীভাবে তিনি দুই ইন্ডাস্ট্রিতে নিজের এমন অবস্থান তৈরি করেছেন এবং দীর্ঘদিন সেটা ধরে রেখেছেন তা নিয়ে আলোচনায় মশগুল বোদ্ধারা। কারণ নিজের সমসাময়িক পূজা হেগডে, তাপসী পান্নুসহ অনেকেই দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডে কাজ করলেও তাদের পেছনে ফেলেছেন রাকুল। বলা চলে, দক্ষিণী সিনেমার নায়িকাদের বলিউড সিনেমায় নেতৃত্ব দিচ্ছেন তিনি। এই দলে শিগগিরই যোগ দিচ্ছে আরেক দক্ষিণী অভিনেত্রী রেশমিকা মান্দানা। তবে তিনি কতটা জায়গা তৈরি করতে পারবেন সেটা নিয়েও সংশয় রয়েছে। 

নিজের এমন অবস্থান তৈরির কারণ প্রসঙ্গে রাকুল বলেন, ‘দেখুন, সাম্প্রতিক সময়ে ওটিটির কারণে আঞ্চলিক সিনেমাগুলো উন্মুক্ত হয়েছে। ফলে সবার কাছে নিজেদের কাজগুলো পৌঁছে যাচ্ছে। দর্শকরাও সেগুলো ভালোভাবেই গ্রহণ করছেন। আগে আঞ্চলিক সিনেমাগুলো সীমিত আকারে মুক্তি পেত এবং একটি গণ্ডির ভেতর সীমাবদ্ধ থাকতো। কিন্তু এখন সেই দৃশ্যপট বদলে গেছে। ওটিটির কারণে দর্শক বেড়েছে। পাশাপাশি তারা বিভিন্ন দেশের গল্পের সঙ্গে পরিচিত হচ্ছে। নির্মাতারাও বিভিন্ন দেশ ও স্থানের গল্প তুলে ধরার চেষ্টা করছেন। বলতে পারেন, দর্শকরা গল্পে্র সঙ্গে জড়িয়ে গেছেন। সেই ধারার সূচনা করেছে ‘বাহুবলী’। এই সিনেমাটি প্যান-ইন্ডিয়া ব্যবসাকে অনেক গতিশীল করেছে এবং ধীরে ধীরে সিনেমার বাধাগুলো দূর হচ্ছে। এখন সবাই ভালো গল্প এবং বিনোদন চায়।’ 

তিনি আরো বলেন, ‘আমি নিজেকে ডিজিটাল প্লাটফর্মের জন্য উপযুক্ত মনে করি। যদিও এই মুহূর্তে আমার হাতে ওটিটির কোনো কাজ নেই। তবে আমি ওটিটির কাজের জন্য প্রস্তুত। এই মাধ্যমটিতে কাজের জন্য গল্প ও চরিত্র গুরুত্বপূর্ণ। এর গল্পই মূল ভূমিকা পালন করে। নতুন এবং ভিন্নধর্মী কিছু পেলে অবশ্যই ওটিটিতে কাজ করব।’

ইত্তেফাক/ ইআ

এ সম্পর্কিত আরও পড়ুন