প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার (৩১ জানুয়ারি) এক টুইট বার্তায় তিনি নিজে এ কথা জানান।
ট্রুডো টুইট বার্তায় বলেছেন, ‘আজ সকালেই করোনা পরীক্ষায় আমার সংক্রমণ শনাক্ত হয়েছে। আমি ভাল বোধ করছি এবং আমি জনস্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করে এই সপ্তাহে দূর থেকে কাজ চালিয়ে যাব।’
এ ছাড়া টুইটে সবাইকে করোনা প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণেরও আহ্বান জানান তিনি।
গত সপ্তাহে ট্রুডোর এক সন্তান কোভিড পজেটিভ হবার পর থেকেই আলাদা থাকতে শুরু করেন। কিন্তু সে সময়ে কোভিড টেস্ট করালে, নেগেটিভ রেজাল্ট এসেছিল বলে তিনি কানাডিয়ান প্রেসকে জানান।
এর আগে, ২০২০ সালের মার্চ মাসে মহামারীর শুরুতে তার স্ত্রী সোফির কোভিড পজেটিভ ধরা পড়লে, দুই সপ্তাহের জন্য আলাদা ছিলেন ট্রুডো।