বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

প্রজন্মের মাঝে ইমেজ এডিটিং নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:৩১

আরিফুর রহমান

বর্তমান সময়ে দেশের আধুনিক প্রজন্মের মাঝে ইমেজ এডিটিং নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে। এ বিষয়ে দক্ষতা তৈরির প্রতি মনোযোগী হচ্ছেন অনেকেই। শিখতে চাচ্ছেন ইমেজ এডিটিং-এর নানান ধরনের টেকনিক। ২০১৫ সাল থেকে বিজেডএম গ্রাফিক্স ইমেজ এডিটিং-এর সাথে সম্পর্কযুক্ত  প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে নিরলস। মাত্র দশ জন ইমেজ ইডিটর নিয়ে যাত্রা শুরু করেছিলো বিজেডএম গ্রাফিক্স। বর্তমান সময়ে দুইশত জন দক্ষ  ইমেজ এডিটর নিয়ে দেশ ও দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করে যাচ্ছে বিজেডএম গ্রাফিক্স। ইতোমধ্যেই এ প্রতিষ্ঠানটি তৈরি করে নিয়েছে নিজস্ব অবস্থান।

বর্তমানে নতুন রিসোর্স পারসন ও ইমেজ এডিটিং বিষয়ে আগ্রহীদের খুঁজে বের করার পরিকল্পনা রয়েছে বি জেড এম গ্রাফিক্সের। এ লক্ষ্যে অল্প সময়ে অধিক আগ্রহীদের কাছে পৌঁছাতে বিজেডএম প্রথমবারের মতো অংশগ্রহণ করছিলো বসুন্ধরা কনভেনশন হলে অনুষ্ঠিত তিন দিনব্যাপি বেসিস সফটএক্সপো ২০১৯-এ।

বিজেডএম গ্রাফিক্স এর কো-ফাউন্ডার এবং সিসিও আপেল মাহমুদ জানান, ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইমেজ এডিটিংয়ে নতুন মাত্রা যোগ করতে বেসিস সফটএক্সপোতে আমরা অংশ নেই। এখানে আমরা বিহাইন্ড দ্য ডিজিটাল ফটোগ্রাফি শিরোনামে একটি ক্যাম্পেইন পরিচালনা করি। মেলায় আগত আগ্রহী দর্শনার্থীগণ ছবি তুলেছেন এবং  ছবিগুলো বিজেডএম গ্রাফিক্সের প্রফেশনাল এডিটরগণ এডিট করেন। প্রতিদিন বাছাইকৃত ১০০ ছবি বিজেডএম-এর ফেইসবুক পেইজে আপলোড করা হয়। প্রতিদিনের ১০০ ছবি থেকে সর্বোচ্চ শেয়ার হওয়া তিনটি সেরা ছবি বেছে নেয়া হয়। পুরস্কার হিসেবে ছিল হোটেল ওয়েস্টিনে একজন বন্ধুসহ ডিনার করার সুযোগ। এছাড়াও ছিলো ‘প্রফেশনাল ইমেজ ইডিটিং ট্রেইনিং প্রতিষ্ঠান বিজেডএম একাডেমীতে ফ্রি কোর্স করার সুযোগ।’ এ  বিষয়ে তিনি আরও যোগ করেন, ‘বেকার সমস্যা সমাধান ও তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উদ্দেশ্যে বিজেডএম গ্রাফিক্স খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছেন  প্রফেশনাল ইমেজ এডিটিং ট্রেনিং প্রতিষ্ঠান, বিজেডএম একাডেমীতে বিভিন্ন রকম কোর্স ও ট্রেনিং-এর মাধ্যমে তৈরি করা হবে ইমেজ ইডিটিং এর দক্ষ কর্মীদল।’

ইমেজ ইডিটিং-এ আগ্রহী কর্মীদের সঠিক ভাবে প্রশিক্ষণ প্রদান করার লক্ষ্যে এই একাডেমী গড়ে তোলা হবে বলে  জানান বিজেডএম এর কো ফাউন্ডার এবং সিইও আইনুল বাসার সৌরভ। তিনি আরও বলেন, ‘উপযুক্ত প্রশিক্ষনের মাধ্যমেই তৈরি হতে পারে দক্ষ কর্মী। প্রযুক্তিগত দক্ষতার জন্য যুগোপযোগী সফটওয়্যারের ব্যবহারের সঠিক উপায় জানা আবশ্যক। গ্রাফিক্স ফটো এডিটিং-এ দক্ষ কর্মী তৈরির মাধ্যমে এই  ইন্ড্রাস্ট্রিকে আমরা আরও সামনে এগিয়ে নিতে চাই। একই সাথে প্রশিক্ষণ প্রদানের পরে কর্মী দলের জন্য চাকরী নিশ্চিত করতে চাই।’