শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভালো কিছুর প্রত্যাশায় সম্রাট

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০০

নবীন অভিনেতা শাহজাহান সম্রাট। দিন দিন ব্যস্ত হয়ে উঠছেন বড়পর্দায়। সম্প্রতি শেষ করেছেন ফজলুল কবীর তুহিনের নির্দেশনায় ‘বিলডাকিনি’ ছবির প্রথম লটের কাজ। ছবিটি প্রযোজনা করছেন মমিন খান। ছবিটি প্রসঙ্গে শাহজাহান বলেন, ‘এটি মূলত নারীপ্রধান কাহিনি। এতে গ্রামীণ জনপদের একটি মেয়ের গল্প তুলে ধরা হয়েছে। এখানে আমি ‘আকবর’ চরিত্রে অভিনয় করছি। গ্রামের অসহায় মানুষের প্রতিনিধি। আমার স্ত্রীর ভূমিকায় আছেন কলকাতার পার্ণো মিত্র।’

এ ছবিতে আরও অভিনয় করছেন মোশাররফ করিম। পার্ণো মিত্রের সাথে কাজের অভিজ্ঞতা জানিয়ে শাহজাহান বলেন, ‘পার্ণো পেশাদার অভিনয় শিল্পী। কাজের বেলায় কোনো ছাড় দিচ্ছে না। আমার অভিনয় দেখে বলেছে কলকাতার অভিনেতাদের চেয়ে কোনো অংশে কম নই। কোনো কোনো ক্ষেত্রে তাদের চেয়েও ভালো করেছি। তার সাথে আমার রসায়ন দর্শকের পছন্দ হবে।’

শাহজাহান সম্রাটের প্রথম ছবি নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’। গত ডিসেম্বরে মুক্তি পাওয়া এ ছবিতে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার জাভেদ নাকভির চরিত্রে দেখা যায় তাকে। এ ছবির মাধ্যমেই আলোচনায় এসেছেন তিনি। ছবিটি প্রসঙ্গে তরুণ এ অভিনেতা বলেন, ‘ছবিটি দেখে সকল বয়সের দর্শক তাদের ভালো লাগার কথা জানিয়েছে। দর্শকের কাছে নিজের গ্রহণযোগ্যতা তুলে ধরতে পারা একজন শিল্পীর জন্য বড় পাওয়া। সমালোচক বা বোদ্ধাদের বাইরে সাধারণ দর্শকের প্রশংসা পেয়েছি। এ ছবির জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। দীর্ঘদিন আর্মিদের বুট পরে চলাফেরা করেছি। শুরুতে কষ্ট হলেও পরে মানিয়ে নিয়েছি। এ ছবির জন্যই আমি সবচেয়ে বেশি দর্শকের ভালোবাসা পেয়েছি। মনে হচ্ছে দীর্ঘদিনের পরিশ্রমের ফলাফল হাতে পাচ্ছি।’

এ ছবির পরপরই মুক্তি পায় নজরুল ইসলাম পরিচালিত ‘চিরঞ্জীব মুজিব’। এ ছবিতেও অভিনয় করেছেন শাহজাহান সম্রাট। এ ছবির জন্যও তিনি দর্শকের সাধুবাদ পাচ্ছেন বলে জানান। তিনি এখন সিনেমা ও বিজ্ঞাপনেই সময় দিচ্ছেন। তার ভাষ্যে, ‘একসময় নাটকে কাজ করেছি। কিন্তু এখন সিনেমাতেই থিতু হতে চাই। আমার ইচ্ছে দেশের বাইরের সিনেমায় কাজ করার। আন্তর্জাতিক অঙ্গনে নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। তবে যদি ভালো চিত্রনাট্য পাই তাহলে নাটকেও কাজ করব।’ প্রসঙ্গত, শাহজাহান সম্রাট ২০০৪ সাল থেকে মঞ্চে কাজ করছেন। পরবর্তীকালে টেলিভিশন নাটকেও অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জাতিস্মর’, ‘ভাষা ও মা’, ‘মালার পৃথিবী’, ‘বাইশে শ্রাবণ’, ওয়েব সিরিজ ‘সদরঘাটের টাইগার’ ইত্যাদি

ইত্তেফাক/ ইআ

এ সম্পর্কিত আরও পড়ুন