বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মুরগি কিনতে গিয়ে হলেন কোটিপতি 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৯

একেই বলে কপাল! মুগরি কিনতে গিয়ে প্রায় কোটিপতি বনে গেছেন এক ব্যক্তি। গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) হেরাল্ড মেইলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে মার্কিন এক নারী তার স্বামীকে মুরগি কিনতে দোকানে পাঠান। ওই ব্যক্তি দোকানে গিয়ে ঘরে ফিরেন লটারির টিকিট হাতে। আর এতেই কপাল খুলে যায় ওই দম্পতির।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় ৮৬ লাখ টাকার বেশি লটারি জেতা ওই দম্পতি মেরিল্যান্ডের হ্যাগারসটাউন শহরে বাস করেন। তবে তাদের নাম–পরিচয় প্রকাশ করা হয়নি। 

স্থানীয় সংবাদমাধ্যমকে এক লাখ ডলারের লটারি জেতা ৫২ বছর বয়সী ওই ব্যক্তি জানান, রাতের খাবার তৈরির জন্য বাড়িতে মুরগি ছিল না। তাই তার স্ত্রী তাকে বাড়ির পাশের মার্টিনস স্টোরে মুরগি কিনতে পাঠান। সেখানে গিয়ে ১০ ডলার দিয়ে একটি মেগা মিলিয়ন লটারির টিকিট ও ১০ ডলার দিয়ে আরও একটি স্ক্র্যাচ–অফ লটারির টিকিট কেনেন তিনি। 

লটারি জেতা ওই ব্যক্তি বলেন, ‘অন্তত ১০ ডলারের ন্যূনতম একটি পুরস্কার পাবো বলে আশা করছিলাম। কিন্তু ড্রয়ের পর দেখা গেলো, এক লাখ ডলারের পুরস্কার জিতে গেছি।’

ইত্তেফাক/এসআর