শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মমেক হাসপাতালের করোনা ইউনিটে  ৩ জনের মৃত্যু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২২

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার রমিসা বেগম (৬০), আবুল হোসেন (৯০) ও জিতেন্দ্র চন্দ্র (৭০)।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়ে দুই জন ও করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। 

মুন বলেন, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৭ জনসহ মোট ৮৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৫৮ জনের করোনা পজেটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। 

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৩১টি নমুনা পরীক্ষা করে ১১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শতকরা ২৭ ভাগ।

 

ইত্তেফাক/এমআর