শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লতা মঙ্গেশকরের প্রয়াণে পাকিস্তান ক্রিকেটের শ্রদ্ধা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৩

উপমহাদেশের সংগীত জগতের কিংবদন্তী লতা মঙ্গেশকরের মৃত্যুতে চারিদিকে শোক নেমে এসেছে। ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের জনগণ। সেই শোকে আচ্ছন্ন পাকিস্তান ক্রিকেটও।

রবিবার (৬ ফ্রেবুয়ারি) এক টুইট বার্তায় লতা মঙ্গেশকরকে ‘নম্রতা এবং সরলতার প্রতীক’ বলে সম্মোধন করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। তিনি বলেন, ‘লতা মঙ্গেশকর ছিলেন করুণা, নম্রতা এবং সরলতার প্রতীক। তার মহত্ত্ব সবার জন্য একটি শিক্ষা। কিশোর কুমার এবং এখন তার মৃত্যু আমার হৃদয়ে সংগীত ভেঙে দিয়েছে।’

কেবল ভারত নয়, পাকিস্তান ও বাংলাদেশসহ পুরো উপমহাদেশে সমান জনপ্রিয় ছিলেন লতা মঙ্গেশকর। আজ রবিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি।

 

ইত্তেফাক/টিএ