শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একদিনে করোনায় মৃত্যু কমেছে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৩

দেশে করোনায় ভাইরাসে একদিনে মৃত্যু ও শনাক্ত কমেছে। সর্বশেষ বুধবার (৯ ফেব্রুয়ারি) গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬ জনের। রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৩৩ শতাংশ।

বুধবার ( ৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৪২ হাজার নমুনা পরীক্ষা করে আট হাজার ১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্ত রোগীর হার দাঁড়াচ্ছে ১৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত ১৭ জানুয়ারির পর সর্বনিম্ন।

প্রতীকী ছবি।

দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/এএএম