সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

তিস্তা ফ্লাড বাইপাস সড়কের বেহাল দশা, ভোগান্তিতে কয়েক লাখ মানুষ 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৮

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ফ্লাড বাইপাস সড়কটি দীর্ঘদিন ধরে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এই সড়ক দিয়ে চলাচল করা ২ জেলার কয়েক লাখ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

গত বছরের অক্টোবরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ভেঙে যায় লালমনিরহাটের সঙ্গে নীলফামারী যোগাযোগের একমাত্র রাস্তা তিস্তা ফ্লাড বাইপাস সড়কটির তিনশত মিটার এলাকা। এর পর দুই প্যাকেজে ইমারজেন্সি বরাদ্দে সড়কটির সংস্কার করা হয়। তবে দায়সারাভাবে মেরামত করায় ওই সড়ক দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকে ডিমলা উপজেলা হয়ে নীলফামারী যাতায়াতের ফ্লাড বাইপাস সড়কে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে এ সব গর্তে পানি জমে যায়।খানাখন্দে ভরা এ সড়কে চলতে গিয়ে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

অটোরিকশাচালক মফিজুর রহমান অভিযোগ করেন, সঠিক তদারকি না থাকায় সড়কটির বেহাল অবস্থা হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা।  

মোটরসাইকেলচালক রিফাত হোসেন জানান, দীর্ঘদিন ধরে ভোগান্তি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে মোটরসাইকেল নিয়ে যাওয়া তো দূরের কথা, হেঁটে যেতেও কষ্ট হয়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা জানান, বন্যায় ভেঙে যাওয়ায় ইমারজেন্সি বরাদ্দ নিয়ে সড়কটি সংস্কার করা হয়েছে। তবে আমরা আরও বরাদ্দের জন্য আবেদন করেছি। বরাদ্দ পেলেই আবারও সংস্কার কাজ শুরু করবো।  

ইত্তেফাক/ইউবি