শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২ কোটিতে দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৫

কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ২ কোটি রুপিতে কিনে নিলো দিল্লি ক্যাপিটালস।

পেসারদের ব্যাচে শনিবার সন্ধ্যায় নিলামে তোলা হয় মুস্তাফিজকে। ব্যাচের শেষ নিলামে মুস্তাফিজের নাম ঘোষণা করা হয়। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এই মূল্যে প্রথম হাঁক দেয় দিল্লি। অন্য কোনো দল আগ্রহ না দেখানোয় অনেকটা সহজেই তাকে পেয়ে গেছে দিল্লি। 

আইপিএলে এটা মোস্তাফিজের চতুর্থ দল। এর আগে তিনি ৩ দলের হয়ে চার আসরে ৩৮ ম্যাচ খেলেছেন। ২০১৬ সালে প্রথম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শুরু করেন। মাঝে ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। সবশেষ আসর খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে।

তবে ধারণা করা হচ্ছিল, এবার আইপিএলে ভালো দাম পেতে পারেন সাকিব আল হাসান। কিন্তু নিলামে কোনো দল তাকে কিনতে আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রিত থেকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ইত্তেফাক/ইউবি

এ সম্পর্কিত আরও পড়ুন