বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। ক্ষেত্র বিশেষে তাদের কাজের তুলনায় প্রেম ভালোবাসাসহ ব্যক্তিগত প্রসঙ্গ নিয়েই বেশি চর্চা হয়। মুম্বাই ইন্ডাস্ট্রির অনেক তারকাই বিয়ের ক্ষেত্রে ধর্মের বাধা অতিক্রম করে ভালোবাসা জয় করেছেন। ধর্মের বাধা ডিঙিয়ে অন্য ধর্মের সঙ্গী বেছে নিয়েছেন। চলুন এই আয়োজনে জেনে নেওয়া যাক, কোন কোন তারকা অন্য ধর্মের অনুসারীকে বিয়ে করেছেন।
শাহরুখ খান-গৌরী খান
বলিউডের সবচেয়ে সফল দম্পতি বলা হয় শাহরুখ খান ও গৌরী খানকে। ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। শাহরুখ যখন এক বেকার যুবক ছাড়া কিছুই ছিলেন না, তখন তার হাত ধরেছিলেন গৌরী। সেই জায়গা থেকে এসআরকে হয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা; এবং এখনো তারা একসঙ্গে আছেন। শাহরুখ মুসলমান হলেও গৌরী হিন্দু ধর্মের অনুসারী। ১৯৯১ সালে তারা ধর্মের শেকল ছিঁড়ে বিয়ে করেন। এমনকি এখনো অব্দি তারা নিজ নিজ ধর্ম পালন করছেন।
সাইফ আলী খান ও কারিনা কাপুর
পতৌদির নবাব সাইফ আলী খান ইসলাম ধর্মের অনুসারী। প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী অমৃতা সিংকে। ১৯৯১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তারা সংসার করেছেন। এরপর ২০১২ সালে তিনি বিয়ে করেন কারিনা কাপুরকে। অমৃতা ও কারিনা দু’জনেই হিন্দু ধর্মের অনুসারী। কোনো সম্পর্কেই ধর্ম সাইফের কাছে বাধা হয়ে ওঠেনি।
প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস
বলিউডের পাশাপাশি হলিউডেও তিনি জায়গা পোক্ত করে নিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি বেশ জনপ্রিয় তারকা। ভালোবেসে প্রিয়াঙ্কা বিয়ে করেছেন মার্কিন গায়ক নিক জোনাসকে। তাদের দু’জনের ভালোবাসায় ধর্ম বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এ নিয়ে অবশ্য সমালোচনাও কম হয়নি। তবে প্রিয়াঙ্কা ও নিক বিতর্ক নয়, তাদের ভালোবাসাকেই গুরুত্ব দিয়েছেন।
রিতেশ দেশমুখ-জেনেলিয়া ডিসুজা
বলিউডের সুপারহিট দম্পতির জুটি বললেই সবার প্রথমে মাথায় আসে রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজার নাম। 'তুঝে মেরি কসম' সিনেমার সেটে কাজ করতে এসেই মন দেওয়া নেওয়া শুরু হয়েছিল। বর্তমানে সিনেমায় খুব বেশি দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ঠিক ধরে রেখেছেন জেনেলিয়া। কমেডি ঘরানার সিনেমায় রিতেশ দারুণ জনপ্রিয় অভিনেতা। তিনি হিন্দু ধর্মের অনুসারী। তবে বিয়ে করেছেন খ্রিস্টান ধর্মের জেনেলিয়া ডিসুজাকে। ২০১২ সাল থেকে তারা সুখেই সংসার করছেন।
সোহা আলি খান-কুনাল খেমু
সোহা আলি জুলাই ২০১৪ সালে প্যারিসে কুনাল খেমুর সঙ্গে বাগদান সেরেছিলেন। পরে ২০১৫ সালে ২৫ শে জানুয়ারি মুম্বইয়ে তাকে বিয়ে করেছেন। তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, ইনায়া নওমি খেমু।