শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রুনা লায়লার স্মৃতিতে বাপ্পী লাহিড়ী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৫

ভারতীয় উপমহাদেশে তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী। ৬৯ বছর বয়সে মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে সংগীত অঙ্গনের নেমে এসেছে শোকের ছায়া। তাকে স্মরণ করে স্মৃতিচারণ করেছেন বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। তার শেষ ভাগে রুনা লায়লা লিখেছেন, ‘কয়েকদিনের ব্যবধানে লতা দিদি ও সন্ধ্যা দিদির পর এবার বাপ্পিজিকে চিরবিদায় জানাতে হলো। তাদের হারানোর শোক প্রকাশের ভাষা নেই আমার। কান্নাও যথেষ্ট নয়। আমি পুরোপুরি স্তব্ধ ও বিষাদগ্রস্ত।’

বাপ্পী লাহিড়ীর সঙ্গে কাজের কিছু স্মৃতি রোমন্থন করেছেন রুনা লায়লা, ‘তার সঙ্গে বেশকিছু চলচ্চিত্রের গান ও অ্যালবামে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। এরমধ্যে অন্যতম ছিল সুপারহিট অ্যালবাম ‘সুপারুনা’। আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় অসংখ্য কনসার্ট করেছি।’

রুনা লায়লা ও বাপ্পী লাহিড়ী। ছবি: সংগৃহীত

অসামান্য জনপ্রিয়তা পাওয়া ‘সুপারুনা’ নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন রুনা লায়লা, ‘১৯৮২ সালে এই পপ অ্যালবামটির রেকর্ডিং হয় লন্ডনের অ্যাবি রোড স্টুডিওতে। একসময়ের বিখ্যাত ব্যান্ড বিটলসের সদস্যরা সেখানেই তাদের গান রেকর্ড করতেন। বাপ্পিজির সঙ্গে সেই স্টুডিওতে রেকর্ডিংয়ের স্মৃতি চিরকাল মনে পড়বে। ‘সুপারুনা’ অ্যালবামটি প্রকাশের দিনেই এর ১ লাখ কপি বিক্রি হয়েছিল। এজন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইএমআই মিউজিক আমাকে উপহার হিসেবে গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড দিয়েছিল।’

বাপ্পী লাহিড়ীর সুরে কাজের স্মৃতি জানিয়ে গণমাধ্যমকে রুনা লায়লা বলেন, ‍‘১৯৭৯ সালে প্রকাশ কাপুর পরিচালিত বলিউডের ‘জান-এ-বাহার’ ছবিতে বাপ্পিজির সুর-সংগীতে একটি গান গেয়েছিলাম। এর শিরোনাম ছিল ‘মার গায়ো রে রসগোল্লা খিলাই কে মার গায়ো রে’। এতে মোহাম্মদ রফি সাহেব ও আনন্দ কুমারও কণ্ঠ দেন। গওহর কানপুরির লেখা গানটি বেশ আলোচিত হয়েছিল।’

২০১৮ সালের রুনা লায়লার জন্মদিনে হাজির কেক কাটেন বাপ্পী লাহিড়ী। ছবি: সংগৃহীত

১৯৮৪ সালে বাপ্পী লাহিড়ীর সুর-সংগীতে আরেকটি হিন্দি গান গেয়েছেন রুনা লায়লা। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘দাসারি নারায়ণ রাও পরিচালিত ‘ইয়াদগার’ ছবিতে ইন্দিবারের লেখা ও বাপ্পীজির সুরে ‘অ্যায় দিলওয়ালে আও’ গানটি গেয়েছিলাম। এতে অভিনয় করেন কমল হাসান ও পুনম ধিলন। এটা আমার পছন্দের একটা গান।’

বাপ্পি লাহিড়ীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল রুনা লায়লার। সেটাও জানিয়েছেন তিনি, ‘বাপ্পীজি ছিলেন আমার বন্ধু। তিনি ছিলেন রসিক ও মজার মানুষ। একইসঙ্গে সবার প্রিয় ছিলেন।’

রুনা লায়লা মনে করেন, বেঁচে থাকলে সংগীত জগতে আরও অনেক অবদান রাখতে পারতেন বাপ্পী লাহিড়ী, ‘এমন একজন প্রতিভাবানকে বিদায় জানানো কঠিন, তিনি নিজেকে আরও উঁচুতে নিয়ে যেতে পারতেন। অসাধারণ প্রতিভাবান সুরকার ও গায়ক বাপ্পী লাহিড়ীর প্রয়াণে আমি বিষণ্ন ও মর্মাহত।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন