তাকে বলা হয় প্রতিবাদী নায়ক। সিনেমার মাধ্যমে তিনি অবহেলিত, নিগৃহীত গণমানুষের বন্দনা করেছিলেন। যেন রূপালি পর্দায় সাধারণ মানুষের প্রতিনিধি। তিনি মান্না। পুরো নাম আসলাম তালুকদার। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। তার অকাল প্রয়াণ স্তব্ধ করে দিয়েছিল পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে। আজ তার চলে যাওয়ার ১৪ বছর।
এদিনে মান্নার সহকর্মী, ভক্ত-অনুরাগীরা তাকে স্মরণ করছেন। তাকে শ্রদ্ধা জানাচ্ছেন নানা মাধ্যমে। মান্নাকে স্মরণ করে লিখেছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।
তিনি তার ফেসবুকে লিখেছেন, ‘বাংলা সিনেমার সুপারষ্টার মান্না ভাই। আমার সৌভাগ্য জীবনের প্রথম সিনেমায় গাওয়া গানটি মান্না ভাইয়ের লিপে গিয়েছে। ভাইয়ের সাথে অনেক আবেগ ইতিহাস মিশে আছে। একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো নিবেদিতপ্রাণ এই জননায়কের সান্নিধ্য পাওয়ার গল্প।
মান্না ভাই পর্দার হিরোর চেয়েও মানবতার গল্পের জাঁদরেল সেনাপতি ছিলেন। তিনি আজ নেই, প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা জানাই। একজন মান্না, একটা সীমাহীন গল্পের আসল নায়ক। আল্লাহ আপনার সমস্ত গোনাহ মাফ করে দিন, এই দোয়া করি মান্না ভাই ‘
আসিফের কথায়, ‘অভিভাবক না থাকলে যা হয় সেটা আমরা বর্তমান এফডিসি কেন্দ্রিক ফিল্মি কুচকাওয়াজে দেখেই যাচ্ছি। আপনি শুধু নায়ক নন মান্না ভাই, আপনি পরিশ্রমী নবাগতদের আদর্শ। মানুষের ভালবাসাই আপনাকে বাঁচিয়ে রাখবে বাংলা সিনেমার ইতিহাসে। আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করি… ভালবাসা অবিরাম…’।